ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে প্রতারণা মামলায় দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভারে প্রতারণা মামলায় দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভারে প্রতারণা মামলায় দন্ডপ্রাপ্ত আসামি সরোয়ার হোসেন মিলন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এয়ার টিকেটের ফাঁদ পেতে গ্রেপ্তার করা হয় এই প্রতারককে। পরে তাকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মিলন সাভার নিউ মার্কেটের ট্যুর এন্ড ট্রাভেলস প্রতিষ্ঠান গ্লোবাল কানেক্টের এর সত্বাধিকারী। তিনি মানিকগঞ্জ জেলার নাম আবু সাইদের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভার পৌরসভার চাপাঁইন মহল্লায় বসবাস করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল বলেন, এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ নিয়ে তার সঙ্গে প্রতারণা করেন মিলন। দীর্ঘদিন মিলনের পিছে ঘুরে বিনিয়োগ করা টাকা ফেরত কিংবা কোন প্রতিকার না পেয়ে আদালতে মামলা (মামলা নং ৬৫১/২০) দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন মিলন।

আদালতের রায়ে কারাদন্ডপ্রাপ্ত হওয়ায় প্রতারক মিলনকে পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশনাও দেয়া হয়েছে।

সাভার,মামলা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত